সকল মেনু

ব্রাজিলের কোচ জয়ের পর যা বললেন

  ক্রীড়া ডেস্ক : সুপার ক্লাসিকোতে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, ‘ব্রাজিলকে আমরা উড়িয়ে দেব।’ এসব কথা শুনেও নীরব ছিলেন সেলেকাওদের কোচ কার্লোস দুঙ্গা। জবাবটা বোধ হয় মাঠেই দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন তিনি। শিষ্যদের ওপর যথেষ্ট আস্থা ছিল তার। আস্থার প্রতিদান দিয়েছেন নেইমার-লুইজরাও। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লোস দুঙ্গা। জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে জয় পাওয়া সত্যিই বড় অর্জন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ বলেন, ‘গত বিশ্বকাপের রানার্স-আপ দল আর্জেন্টিনা। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সেই আর্জেন্টিনাকে হারানো নেইমারদের জন্য বড় অর্জনই বলতে হবে। এই জয়ে গোটা ব্রাজিল আনন্দে ভাসছে।’ দল জিতেছে, এতে খুশি দুঙ্গা। কিন্তু রেফারির সমালোচনা করতে ভুল করেননি তিনি। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনার বিপক্ষেও রেফারির ভুল সিদ্ধান্তগুলো ছিল চোখে পড়ার মতো। রেফারি ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন না বলে মনে করেন দুঙ্গা। এ বিষয়ে তিনি বলেন, ‘সন্দেহ নেই, ফাং কি একজন অভিজ্ঞ রেফারি। কিন্তু সুপার ক্লাসিকোর মতো ম্যাচ পরিচালনার জন্য বোধ হয় তিনি প্রস্তুত ছিলেন না। এটা কোনো প্রীতি ম্যাচ ছিল না। বড় টুর্নামেন্টের ফাইনালের মতোই উত্তেজনা ছড়িয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top