সকল মেনু

লতিফ সিদ্দিকীর বক্তব্য গ্রহণ যোগ্য নয় : প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক : লতিফ সিদ্দিকীর বক্তব্য কোন ভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি সদ্য অপসারিত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী  সম্পর্কে এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। কারো ধর্মের কোন বিষয়ে কটূক্তি করা উচিৎ নয়। লতিফ সিদ্দিকী যা বলেছেন তা গর্হিত কাজ। রোববার আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অসারণ করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিয়েছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। সেখান থেকে টাঙ্গাইল সমিতির সভায় যোগ দিয়ে হজ ও প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় সম্পর্কে বিরূপ মন্তব্য করেন যা ব্যাপকভাবে সমালোচিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রীত্ব হারাতে হয়েছে লতিফ সিদ্দিকীকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top