সকল মেনু

ফরিদগঞ্জে নিখোঁজের আট দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী ঝুনু

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: ফরিদগঞ্জে ঝুুনু রাণী সরকার (১২) নামে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিখোঁজের ৮ দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। গত ৫ অক্টোবর উপজেলার বৈচাতরি গ্রাম থেকে এ নিখোঁজের ঘটনা ঘটে। এ ব্যাপারে ৭ অক্টোবর ঝুনুর বাবা মনিন্দ্র চন্দ্র বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহরণকারী সন্দেহে হৃদয় দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা যায়, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী ঝুনু রাণী দাসকে তার বাড়ি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ অক্টোবর কৌশলে একই বাড়ির হৃদয় দাস জোর করে নিয়ে যায়। ঝুনুর পরিবার দু দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে ৭ অক্টোবর ফরিদগঞ্জ থানায় অপহরণের লিখিত অভিযোগ করে। একই সাথে অপহরণের ঘটনার সাথে হৃদয় জড়িত রয়েছে সন্দেহে তাকে কৌশলে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। মামলার বাদী মনিন্দ্র চন্দ্র জানান, অপহৃতাকে উদ্ধারের জন্য পুলিশের কোনো তৎপরতা না দেখে আমরা হতাশ হয়ে পড়েছি। আটক হৃদয়কে জিজ্ঞাসাবাদ করলে সব কিছুই বেরিয়ে আসতো। তিনি জানান, ঝুনু কোথায় ও কীভাবে রয়েছে তারা এ চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না। মা লিপি রাণী মেয়ের চিন্তায় বিছানায় শয্যাশায়ী । এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সুধাংশু শেখর হাওলাদার জানান, লিখিত অভিযোগটি অপহরণ মামলা (নং-৬) হিসেবে রেকর্ড করার পর অপহরণকারী হৃদয় দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আটক হৃদয় দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে অপর এক যুবকের সাথে ঝুনু রাণীর প্রেমের সম্পর্ক ছিলো। ঝুনুকে ওই ছেলের হাতে সে তুলে দিয়েছে। ওই যুবকের নাম ঠিকানা এবং ঝুনু কোথায় তা সে বলতে পারেনি। তিনি জানান, ঝুনুকে উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top