সকল মেনু

দুভাগ হচ্ছে এবার সিমানটেক

  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিমানটেক দুভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দিয়েছে। জনপ্রিয় অ্যান্টিভাইরাস নরটনের নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই সকলের কাছে পরিচিত সিমানটেক ভাগ হয়ে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সিকিউরিটি সফটওয়্যার ব্যবসা ও আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্টোরেজ বা তথ্য সংরক্ষণ ব্যবসা পরিচালনা করবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে আরো ভালভাবে প্রভাব বিস্তারের জন্যই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দুভাগ হয়ে যাওয়ার নতুন প্রচলন শুরু করেছে। গ্রাহকদের ভালভাবে সেবা দেওয়া ও নতুন আকর্ষণ তৈরির জন্য একের পর এক শীর্ষ প্রতিষ্ঠানগুলো ভেঙে আলাদা ভাবে যাত্রা শুরু করার কৌশল নিচ্ছে।

এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-বে তাদের নিজেদের প্রতিষ্ঠান পেপ্যালকে আলাদা করে দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া কিছুদিন আগে কম্পিউটার পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি-ও ভেঙে দুটো আলাদা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top