সকল মেনু

পর্যটকদের পদভারে মুখরিত মাধবকুন্ড জলপ্রপাত

 এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: ঈদুল আযহার ছুটিতে দেশের প্রধান প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ডে রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম ঘটে এবার। পথে পথে নানা দুর্ভোগ তবুও ঈদ আনন্দ উপভোগ করতে পর্যটকরা হুমড়ি খেয়ে ছুটেন মাধবকুন্ডের দিকে। ঈদ উপলক্ষে পর্যটকের নিরাপত্তায় মাধবকু- জলপ্রপাতে এবার অতিরিক্ত ১০ জন পর্যটন পুলিশ মোতায়েন করা হয়। বন বিভাগও রাখে বিশেষ নজরদারী। প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম সৃষ্টি মাধবতীর্থ মাধবকুন্ডে ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু বিনোদন ও প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এ জলপ্রপাতে। ঈদের দিন থেকে এখানে মানুষের ভিড় লেগেই রয়েছে। সকাল থেকে সন্ধ্যা অবধি নানা বয়সী মানুষ ঘুরে দেখতে আসছেন জলপ্রাপতের মনোমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যের অপুর্ব লীলাভূমি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত। দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান ও পাহাড়ী আদিবাসীর জীবনধারা মোহময় আকর্ষণে টানে দর্শনার্থীদের। মাধবকুন্ড জলপ্রপাতের অবিরাম ঝর্ণাধারা পতনের শব্দ সৃষ্টি করছে মায়াময় পরিবেশের। প্রকৃতি যেন বর্ণনার উপাচার নিয়ে সামনে দাঁড়ায়। পর্যটকদের জন্য উৎকৃষ্ট পর্যটন কেন্দ্র মাধবকুন্ড জলপ্রপাত। এবারের ঈদের ছুটিতে পর্যটকের পদচারনায় মুখরিত মাধবকুন্ড। সরেজমিনে দেখা যায়, রাস্তায় গাড়ীর দীর্ঘ লাইন। মৌলভীবাজার জেলা পরিষদ কর্র্র্র্তৃক নির্মিত যানবাহন রাখার টার্মিনালে স্থান সংকুলান না হওয়ায় ভাঙ্গা ও সরু রাস্তার উপর যানবাহন রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাজারও পর্যটককে অনেক দুরে গাড়ী রেখে হেটে যেতে হয় জলপ্রপাতের কাছে। ইজারাদার সুত্রে জানা গেছে, ঈদের পরদিন গত ৭ অক্টাবর মঙ্গলবার প্রায় ১০ হাজার পর্যটক সমাগম ঘটেছে জলপ্রপাত এলাকায়। আশা করা হচ্ছে ঈদ উপলক্ষে অন্তত অর্ধ লাখ পর্যটক সমাগম ঘটবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top