সকল মেনু

ভোলায় জেলা প্রশাসনের মতবিনিময়

ভোলা প্রতিনিধি: মা ইলিশ রক্ষা অভিযানের সফলতা নিয়ে ভোলায় সাংবাদিকদের সঙ্গে বৃস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের জোনাল কমান্ডার কামীন আলম, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুব্রত কুমার শিকদার, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক ও জেলা বিটিভি প্রতিনিধি এম এ তাহের, ইত্তেফাক প্রতিনিধি সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, যমুনা টেলিভিশন প্রতিনিধি ও সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন প্রমূখ।  সভায় উন্মক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, বাসস প্রতিনিধি মাহাবুব আলম নিরব মোল্লা, প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক আজকালের প্রতিনিধি এম ওমর ফারুক, যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, দৈনিক খবর ও কালবেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন, ইনকিলাব প্রতিনিধি আব্দুল বারেক নান্নু, একুশে টিভি প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, বাংলাভিশন প্রতিনিধি, এইচ এম জাকির ও চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমূখ।  মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসূমে জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ম্যাজিষ্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম নদীতে রাত দিন অভিযান চালিয়ে ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তারা আরো বলেন, মা ইলিশ রক্ষার অভিযান সফল করতে হলে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিদেরকে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইতোমধ্যে ইলিশ ধরার অপরাধে শতাধিক জেলেকে কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়েছে। আগামী ৫ দিনে আরো অভিযান চালানোর কথা উল্লেখ করেন বক্তরা। মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোলার সাংবাদিক মোকাম্মেল হক মিলনের চিকিৎসার্থে ৫০ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন ভোলার জেলা প্রশাসক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top