সকল মেনু

ইলিশ শিকার অব্যাহত;১৭ জেলের কারাদন্ড

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: অব্যাহত অভিযান সত্ত্বেও প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার থেকে বিরত রাখা যাচ্ছে না চাঁদপুরের জেলেদের। অবিযানের ভেতরই চলছে ইলিশ শিকার, বোঁচা-বিক্রি। গত ২৪ ঘন্টায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে মোট ১৭ জন জেলেকে আটক, প্রায় পাঁচ মণ ইলিশ ও এক লাখ মিটার জাল আটক করা হয়েছে। আটককৃত জেলেদের তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ১ বছরের করে কারাদন্ড প্রদান করেছে। জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। আর ইলিশ মাছের ছোট আকৃতির একটি অংশ গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হচ্ছে। বড় আকৃতির ইলিশগুলো হিমাগারে সংরক্ষণ করা  হচ্ছে।  পুলিশ, কোষ্টগার্ড, র‌্যাব, ম্যাজিষ্ট্রেট মিলে নদীতে অভিযান চালালেও ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। অভিযান চালাতে যেয়ে জেলেদের হামলার শিকার হতে হচ্ছে টাক্সফোর্সকে। নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানালেন, তাদের চোখের সামনে জেলেরা মাছ শিকার করছে। নিবৃত্ত করতে গেলেই জেলেরা তেড়ে আসছে তাদের উপর। ফাঁকা গুলি করেও কোন লাভ হচ্ছে না। এ অবস্থায় তারা সরকারের কাছে নদীতে জেলেদের দেখামাত্র গুলি করার নির্দেশ প্রদানের ক্ষমতা চেয়ে একটি চিঠি পাঠানোর কথা ভাবছেন।  অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী জানালেন, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ইলিশ রক্ষায়। শুধুমাত্র সচেতনতাই পারে এ ধরনের অভিযান সফল করতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top