সকল মেনু

বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ আনছার আলী দাফন সম্পন্ন

 মৌলভীবাজার প্রতিনিধি: বিশিষ্ট লেখক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ আনছার আলী আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১২ টায় মারা গেছেন। (ইন্না —— রাজিউন।)  মরহুমের নামাজে জানাযা বুধবার সকাল সাড়ে ১১ টায় বাড়ীর পার্শ্বে মহলাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয়। পরে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযা পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য সাংবাদিক সৈয়দ আনছার আলীর ৭ অক্টোবর মঙ্গলবার বুকে ব্যাথা অনুভব হলে রাত পৌনে ১১ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে রাত ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক আনছার আলী। সাংবাদিক সৈয়দ আনছার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাহেদ আলী, মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি মু. ফখরুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আনছার আলী ছিলেন একজন নির্ভীক, স্পষ্ট ভাষী ও সাহসী সাংবাদিক। তাঁর লেখনির মাধ্যমে তিনি জাতীর কল্যানে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top