সকল মেনু

ভাষাসৈনিক আবদুল মতিনের মরদেহ বৃহস্পতিবার শহীদ মিনারে শ্রদ্ধা

  নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সদ্য প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ১২টায় তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন মরহুমের স্ত্রী গুলবদন নেছা মনিকা। মঙ্গলবার সকালে ভাষাসৈনিক আবদুল মতিন মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। গত ১৮ আগস্ট স্ট্রোক করার পর প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়। এর দুই দিন পর থেকে তিনি আইসিইউতেই ছিলেন। গত শুক্রবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top