সকল মেনু

গাজীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ধীরগতি

 স্টাফ করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,গাজীপুর: গাজীপুরে অপরিকল্পিতভাবে শহরের রাস্তাঘাট ও আনাচে-কানাচে কোরবানির পশু জবাইয়ের কারণে মল-মূত্র ও বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় কোরবানির পশু জবাই হয়েছে। ইসলামী নিয়ম অনুসারে আগামী আরও দু’দিন কোরবানি চলবে। শহরের প্রধান সড়ক রাজবাড়ি রোডের দুই পাশে প্রায় ২০টিরও অধিক পশু জবাই হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তার চারপাশে কমপক্ষে ১৫টি পশু জবাইয়ের ঘটনা ঘটেছে।এছাড়া শহরের অলিগলিতে অসংখ্য পশু জবাই করা হয়েছে। এ কারণে রাস্তায় পথচারী ও যানবাহনের যাত্রীদের নাকে টিসু পেপার বা রুমাল দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। পশু জাবাইয়ের পর মল মূত্র ও বর্জ্য ব্যক্তি উদ্যোগে সরিয়ে নেওয়া হলেও পরিবেশের জন্য হুমকি এমন আবর্জনা পড়ে রয়েছে। দ্রুত পরিস্কার করতে গিয়ে বর্জ্য ফেলা হচ্ছে ড্রেন বা ফাঁকা জায়গায়। ফলে পশুর পরিত্যক্ত অংশ ও মল-মূত্র থেকে রোগ জীবাণু বাতাসের সঙ্গে মিশে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে ফোন করা হলে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা মোবাইল ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top