সকল মেনু

প্রথম দিনে ভোলায় ১৮ জেলে আটক; ৪ জনকে কারাদন্ড

  ভোলা প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভোলা সদর, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা থেকে ১৮ জেলেকে আটক করেছে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এরমধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড এবং ৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। রোবাবার এ জেল জরিমানা আদায় করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো, জসিম (৩২), শরীফ (৩৩), মোসলেউদ্দিন (২৮) ও শাহিন (২৯)। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার অপরাধে যৌথ টিম নদী থেকে ৬ জেলেকে আটক করে। এদের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়। আর সুমন (১৫), মাকসুদ (১২) এর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ হোসেন এ জেল জরিমানা করেন। অপরদিকে, ভোলা সদরের বঙ্গের চর এলাকায় থেকে আটক ৬ জেলের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চরফ্যাশন উপজেলার তেঁতুঁলিয়া নদীর ঘোষের হাট পয়েন্ট থেকে মৎস্য বিভাগের একটি টিম ৯টি ট্রলার আটক করেছে। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া মনপুরার মেঘনা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টিম। তাদের জেল-জরিমানা করা হবে। উল্লেখ্য, ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসূম। এ সময় মাছ সাগর থেকে নদীতে এসে ডিম ছাড়ে। মাছের এ প্রজনন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ১১দিন ভোলার ১শ’ ৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top