সকল মেনু

গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে গৃহবধূকে হত্যা !

 ভোলা প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামে গায়ে কেরোসিন ঢেলে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুুলিশ ঘাতক শ্বাশুড়ী ও স্বামীকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে দক্ষিণ ফ্যাশন গ্রামের সুনীল শীলের ছেলে শ্যামল শীলের সাথে বিয়ে হয় চরফ্যাশনের চর নুরুল আমীন গ্রামের খোকন চন্দ্র দাসের মেয়ে নুপুর দাসের সাথে। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিকভাবে ঝগড়া লেগেই থাকতো। ওসেই ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ীর লোকজন নুপুরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ৩টার দিকে নুপুর মারা যায়। নুপুরের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুুলিশ স্বামী শ্যামল ও শ্বাশুড়ি দিপালীকে গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ চর নুরুল আমীন গ্রামের বাড়িতে আনা হয়েছে। পৈতৃক বাড়িতেই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। সেখানকার স্থানীয়দের সাথে আলাপ করলে তারা বলেন, পারিবারিক কলহের জের ধরেই নুপুর দাস আগুণে পুড়ে মারা গেছে এটা নিয়ে কারো দ্বিমত নেই। আবার কেউ কেউ বলছেন, শ্বাশুড়ি-ননদীনির অত্যাচারে অতিষ্ট হয়ে নিজের গায়ে আগুন দিয়েছে নপুর। নুপুর দাসের মৃত্যুর জন্য যেই দোষী হোক না কেন এভাবে যেন নুপুরের মত আর কারো জীবন দিতে না হয় সে দাবীই করছেন ওই এলাকার সাধারণ মানুষরা। তারা ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ ব্যাপারে চরফ্যাশন থানার ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নুপুর হত্যার ঘটনায় স্বামী ও শ্বাশুরীকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top