সকল মেনু

তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে সহস্রাধিক পরিবার গৃহহীন

 জি এম  ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র ও তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে গত এক মাসের ব্যবধানে ৮ ইউনিয়নের প্রায় এক সহস্রাধিক পরিবারের ঘর-বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের শিকার পরিবার গুলো বাঁধের রাস্তাসহ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। হুমকির মুখে রয়েছে, একটি রেগুলেটর, বন্যা আশ্রয় কেন্দ্র, একটি বাজর, ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ এসব ইউনিয়নের কয়েক হাজার বাড়ী ও ফসলি জমি। জানা যায়, জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চর, চর রতিদেব, অর্জুন ও ঠুটাপাইকর গ্রামের ৮০ পরিবার, থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা, খারিজা, জুয়ান সতরা ও গোড়াইপিয়ার চর গ্রামের ৬০ পরিবার, গুনাইগাছ ইউনিয়নের কাজির চক, টিটিমা ও সন্তোষ অভিরাম গ্রামের দেড় শতাধিক পরিবারের ঘর-বাড়ী ও আবাদি জমি তিস্তা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এদিকে, বজরা ইউনিয়নের বগুলাকুড়া, সাতালস্কর, সাদুয়াদামার হাট ও চর বজরা গ্রামের ১৪০ পরিবারের ঘর-বাড়ী, ফসলি জমি তিস্তার গর্ভে বিলীন হয়ে পড়েছে। সাদুয়া দামার হাট এলাকায় ভাঙ্গনের মুখে রয়েছে, একটি রেগুলেটর ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠিান। দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর বন্যা আশ্রয় কেন্দ্র, ঠুটাপাইকর উচ্চ বিদ্যালয়, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ঠুটাপাইকর বাজার এবং গুনাইগাছ ইউনিয়নের দক্ষিন সন্তোষ অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিটমা লোককেন্দ্র ভাঙ্গনের হুমকীতে রয়েছে। অন্যদিকে,গত এক মাসের ব্যবধানে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙ্গনে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গুজিমারী গ্রামের শতাধিক ও বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ গ্রাম, বুড়াবুড়ি ইউনিয়নের চর মোহাম্মদপুর, জলঙ্গার কুটি, চর কলা কাটা, সাহেবের আলগা ইউনিয়নের প্রায় ১৫০ পরিবারের ঘর-বাড়ী, আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো পাউবো বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানগণ জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, নদী ভাঙ্গনের শিকার পরিবারের গুলোর তালিকা থেকে বাছাই করে ২৬৪ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ত্রাণের টিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তালিকার মাধ্যমে তা শীঘ্রই বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top