সকল মেনু

দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমে নবমী তিথিতে কুমারী পূজা সম্পন্ন

 বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোণা): ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের সহধর্মীনি শ্রী শ্রী মা সারদা দেবীর কৃপা প্রাপ্ত শ্রীমৎ স্বামী শুখাত্মানন্দজী মহারাজ বৃহত্তর ময়মনসিংহ জেলার মেঘালয়ের পাদদেশে বর্তমান নেত্রকোণা জেলার সীমান্তবর্তী পর্যটন এলাকা হিসাবে পরিচিত সুসঙ্গ দুর্গাপুরে কুল্লাগড়া নামক স্থানে (বর্তমানে পৌরসভার অবস্থিত) রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্টা করেন ১৩৪৩ বঙ্গাব্দে। প্রতিষ্টাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন শ্রীমৎ স্বামী শুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে ৭৮ বছর ধরে অত্র আশ্রমে নিরবিচ্ছিন্ন ভাবে অদ্যাবধি কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবার সকাল ১১ টায় শিমলা রাণী(৮)কে কুমারী দেবী হিসাবে আসনে প্রতিষ্টিত করা হয়। আশে পাশের কয়েক জেলার মধ্যে শুধুমাত্র উক্ত আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ার ফলে হাজার হাজার ভক্তবৃন্দ সকাল থেকে এ আঙ্গিনায় উপস্থিত হতে থাকেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top