সকল মেনু

ভোলার মনপুরা হাসপাতাল নিজেই যেন রোগী !

 ভোলা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানাবিধ রোগে নিজেই যেন রোগী। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। গত ২১ জুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরিবেশ ও বন উপমন্ত্রী ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন করলেও অনুমোদন মেলেনি আজো। এ অবস্থায় ৩১ শয্যার জনবল, প্রয়োজনীয় যন্ত্রপাতির ও ঔষধ সংকট থাকলেও ৫০ শয্যার হাসপাতাল চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সুত্রে জানা যায়, ২৮ বছর পূর্বে ৩১ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও আজো মেলেনি প্রয়োজনীয় চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি, ডাক্তার ও নার্স। এত সংকটের মধ্যে উদ্বোধন করা হয়েছে ৫০ শয্যা হাসাপাতালের কার্যক্রম। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১২ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে ৫ জন। ৪ কনসালটেন্ট ডাক্তারের স্থলে নেই একজনও। নার্স ১১ জনের স্থলে রয়েছে মাত্র ২ জন। আয়া ২ জনের মধ্যে রয়েছে ১ জন। ওয়ার্ডবয় ৩ জন থাকলেও ২ জন রয়েছে প্রেষনে ভোলা সদর হাসপাতালে। হাসপাতাল অফিস সূত্রে আরো জানা যায়, রোগী পরিবহনের জন্য একটি এ্যাম্বুলেন্স থাকলেও তা নষ্ট হয়ে পড়ে রযেছে দীর্ঘদিন যাবত। রোগ নির্ণয়ের জন্য ই.সি.জি, এ-ক্সরে ও অন্যান্য যন্ত্রপাতি নেই। গাইনি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিট থাকলেও নেই চিকিৎসক। এমনকি জরুরি অপারেশন ও সিজারিয়ান করার জন্য নেই অপারেশন থিয়েটার। প্রসুতি মায়েদের জরুরী সিজারিয়ান করতে না পারায় ভোলা নেয়ার পথে অনেক মাকে দুর্ভাগ্যক্রমে প্রাণ দিতে হয়েছে বলে জানা যায়। তাছাড়াও এ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে থাকায় রোগীরা হাসপাতালে আসছে ভ্যান গাড়ি করে।  হাসপাতালে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, রোগীদের বেশিরভাগ ঔষধ বাহির থেকে কিনতে হয়। হাসপাতাল থেকে ঔষধ পাওয়া যায় সামান্য। তাছাড়াও বরাদ্দকৃত খাবার মান ও হাসপাতালালের পরিবেশ ভাল নেই বলে জানায় রোগীরা। এছাড়াও রোগীরা অভিযোগ করছেন, রোগ নির্ণয়ে কোন যন্ত্রপাতি না থাকায় ডাক্তাররা অনুমান নির্ভর চিকিৎসা দিচ্ছেন। এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ডাঃ আল মোমিনের সাথে কথা হলে তিনি বলেন, হাসপাতালে জনবল সংকট আছে, রোগীদের রোগ পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি নেই, তারপরও তারা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। তিনি এখানে একটি সি-এ্যাম্বুলেন্সের থাকা প্রয়োজন বলে মনে করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top