সকল মেনু

২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

 রিয়াদ থেকে, স্বপন: এবছর পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরব এসে হৃদরোগ এবং বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২২জন পুরুষ এবং ৬জন নারী রয়েছেন। মক্কা বাংলাদেশ হজ মিশন স‍ূত্র হটনিউজ২৪বিডি.কমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, শনিবার পর্যন্ত হজ পালনে এসে মক্কায় ২১, মদিনায় ৬ এবং জেদ্দায় এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে অনেকের মরদেহ জানাজা শেষে মক্কা এবং মদিনায় দাফন করা হয়েছে। কারও মৃতদেহ দেশে পাঠানো হবে না বলে সূত্র জানিয়েছে। মৃত হজযাত্রীরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পিরিজপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪৫) (পাসপোর্ট নম্বর-এসি৪১৮৫৯০৯ এবং হজ আইডি নম্বর ০৬৭৫০২১), ফেনী জেলার ছাগলনাইয়া থানার দিল আফরোজ (৬২) (পাসপোর্ট নং বিএ০৮১৭০৬৯), পাবনা সদর উপজেলার মোহাম্মদ আলাউদ্দিন (৬১) বিএ০৭৪৭১৮৪, ফেনী সদরের মোহাম্মদ ইয়াকুব (৫৭), এসি-৩৭৪১১০৬, চুয়াডাঙ্গা জেলার মালুপাড়া গ্রামের মোসাম্মৎ সাহানারা বেগম (৭৭), পাসপোর্ট নং বিবি-০৪০৬৮৬০, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মো. আব্দুল হক (৬৬), পাসপোর্ট নং বিএ-০৭০২৫৫৮,  রংপুর জেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম (৬৫) পাসপোর্ট নম্বর এজি-৩৪৫৩০২১, চট্টগ্রাম জেলার বন্দর থানার মোসাম্মৎ শামছুন নাহার (৪৬) পাসপোর্ট নং বিএ-০৭১৮৮৯৯, ঢাকা সূত্রাপুরের মোহাম্মদ নুরুদ্দীন আহমেদ (৬৪) পাসপোর্ট নং বিবি-০১৭৯৪৩৯, ঢাকার খিলগাঁও থানার মোহাম্মদ ফয়জুল এলাহী (৪৫) পাসপোর্ট নং বিবি-০৩৫৫৮৯৯, কুমিল্লা জেলার মুরাদনগরের মোহাম্মদ আসমত আলী (৭২) পাসপোর্ট নং বিবি-০২৯২০৬৫। চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোসাম্মৎ মাছুদা খাতুন (৮২) পাসপোর্ট নম্বর বিএ-০৭৫৪৯৮১, ফিরোজপুর জেলার ডোপাবাড়ী গ্রামের বাসিন্দা মো. শাহাজান শিকদার (পাসপোর্ট নম্বর বিবি-০৩৯৩০৪৭, ফেনী জেলার আব্দুল ছালাম (৭৭) পাসপোর্ট নম্বর বিবি-০৩০৭০২২, ঢাকা জেলার মো. শাহবুদ্দিন মিয়া (৬৯) পাসপোর্ট নম্বর এবি-৯৫০২৩৩৭, নওগাঁ জেলার ফিরোজা খাতুন (৬৫) পাসপোর্ট নম্বর বিবি-০০৮৬৭৪৭। এছাড়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দারমোরাই সকিন শুকারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম (৯২) পাসপোর্ট নং বিএ-০৭৮১৮৮৫, সিরাজগঞ্জ জেলার সগুনা গ্রামের বাসিন্দা মো মতিউর রহমান (৬৪) পাসপোর্ট নম্বর বিবি-০১০০৪৩৬, সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪) পাসপোর্ট নম্বর বিএ-০৭৮৭৮০৭, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা আমিন উল্লাহ হাফিজ (৭৯) পাসপোর্ট নং ‍এএফ-৪৭৬৮৬৮, নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামের আবুল কাশেম (৬২) পাসপোর্ট নম্বর ওএ-৯০১৬১২৭, রাজশাহী জেলার মোহাম্মদ শাহজাহান আলী (৭৫) পাসপোর্ট নম্বর এসি-১১৫৯৫০৯, পাবনা জেলার চাদনিচর উপজেলার নারিকেল পাড়া গ্রামের মো. আকবর হোসাইন পাসপোর্ট নম্বর বিএ-০০৪৯৬৬১, নোয়াখালী জেলার সুদারাম উপজেলার মো. নুরুল হোসাইন (৬১) পাসপোর্ট নম্বর এজি-৭৬০৪৭৭৫ ও একই জেলার চাটখিল উপজেলার তোফাজ্জল হোসাইন (৫৯) পাসপোর্ট নং বিএ-০৮৫০৯৫০।

হজ মিশনের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়ার ২২৫টি ফ্লাইটে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশে ৮৫ হাজার ৩১৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিটে বিজি ৫০৮৭ ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছেছেন।।
একই দিন বিকালে ধর্ম সচিবের নেতৃত্বে হজ প্রতিনিধি দলের সদস্যরা মদিনার উদ্দেশে মক্কা ত্যাগ করেছেন। সেখানে মদিনা হজ মিশন পরিদর্শন করবেন তারা।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৮ হাজার ৬৮৩ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ স‍ালের ৩ অক্টোবর হজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top