সকল মেনু

রাজনগরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

 মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে ৫টি পরিবারের নগদ টাকা, টিভি, ফ্রিজ, জাগার দলিল, স্বর্নালংকার, ফার্নিচার, মোবাইল সেট, ভিসাযুক্ত পাসপোর্ট, কাপড়-চোপড় সহ প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার ভূজবল গ্রামে খন্দকার নজাবত আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ভূজবল গ্রামের খন্দকার নজাবত আলীর পরিবারের লোকজন গত ২৬ সেপ্টেম্বর রাতে খাওয়া-দাওয়া শেষে যথারীতি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার সময় হটাৎ করে নজাবত আলীর ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে প্রচন্ড আলো ও উত্তাপ অনুভূত হলে লোকজন দ্রুত ঘর থেকে বের হলে প্রানে রক্ষা পান। এরই মধ্যে পাশের ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে এসব পরিবারের লোকজনও আত্মরক্ষার্থে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। চিৎকার শোনে গ্রামবাসী জড়ো হয়ে মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার ব্রিগেড এবং রাজনগর পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দিলে ভোর ৫টায় কুলাউড়া ফায়ার ব্রিগেডের সদস্যরা এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই মধ্যে অগ্নিকান্ডে  ৫টি পরিবারের নগদ সাড়ে ৫লাখ টাকা, ৫টি কালার টিভি, ৫টি ফ্রিজ, জাগার দলিল, ৭০ভড়ি স্বর্নালংকার, ৫সেট সোফা সহ সমস্থ ফার্নিচার, ১৫টি মোবাইল সেট, কাপড়-চোপড় সহ প্রায়  কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে রাজনগর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দুর্ঘনার খবর পেলেও ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোন কোঁজ করেনি বলে এ প্রতিবেদককে নজাবত আলী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top