সকল মেনু

‘যেকোনো অবস্থায় রাস্তা সচল রাখব’-ওবায়দুল কাদের

  গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে কোনো অবস্থায় আমরা রাস্তা সচল রাখব। এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের অঙ্গীকার।’ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় মহাসড়কের ওপর ও পাশে গরুর হাট অনেক কমে গেছে। ঈদ উপলক্ষে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিটি বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে সতর্ক প্রহরায় আছি।’

তিনি বলেন, ‘আমি ধরে নেব আসন্ন ঈদ পর্যন্ত প্রতিদিন বৃষ্টি হবে। এটা মেনে নিয়ে কাজ করছি। বৃষ্টি চলবে রাস্তার মেরামতের কাজও চলবে। আমাদের পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ থেকে শুরু করে র‌্যাব, সেনাবাহিনী যারাই এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট  তারা এখন ২৪ ঘণ্টায় রাস্তায় আছেন।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল যুবায়ের সালেহীনসহ  সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top