সকল মেনু

সর্বনাশা ইয়াবা অবশেষে মুক্তি পেলো

 আফিফা জামান: অনেক আলোচনার জন্ম দিয়ে অবশেষে মুক্তি পেলো কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র সর্বনাশা ইয়াবা। ২৬ সেপ্টেম্বর, সকালে ভালুকার শাপলা প্রেক্ষাগৃহে একটি প্রদর্শনী হয়েছে ছবিটির। নির্মাতা কাজী হায়াৎ হটনিউজ২৪বিডি.কমকে জানিয়েছেন- ‘একটি প্রদর্শনীর পর ছবিটি এ মাসে আর কোথাও দেখানো হবে না।’ গত ২৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিলো এ ছবিটির। কিন্তু প্রযোজক-পরিবেশক সমিতি থেকে ঐ তারিখের অনুমোদন দেয়া হয়নি। এরপর কাজী হায়াৎ উচ্চ আদালতের শরনাপন্ন হন। পরে প্রযোজক-পরিবেশক সমিতি উচ্চ আদালতের মধ্যস্থতায় ছবিটি মুক্তির জন্য ২৬ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করে দেন। কিন্তু এই তারিখে ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে লোকসান গুনতে হবে বলে জানান কাজী হায়াৎ।

এ প্রসঙ্গে কাজী হায়াৎ হটনিউজ২৪বিডি.কমকে বলেন- ‘ঈদের আগের সপ্তাহে কোন ছবি মুক্তি দেয়া মানে জেনে বুঝে লোকসানের মুখোমুখি হওয়া। তারপরও প্রযোজক-পরিবেশক সমিতির সিদ্ধান্তের প্রতি সম্মান দিয়ে ছবিটি একটি প্রেক্ষাগৃহে, একটি প্রদর্শনীর জন্য মুক্তি দিয়েছি।’

কাজী হায়াৎ আরো বলেন- ‘তারা ইচ্ছে করেই আমার ছবিটিকে লোকসানে ফেলার জন্য ২৬ সেপ্টেম্বর তারিখটি দিয়েছে। আমার ছবিটি নিয়ে এরই মধ্যে প্রশংসা হচ্ছে। এটা বুঝতে পেরে ঈদের আগের সপ্তাহে তারিখ দিয়েছে। আমি তাদেরকে সম্মান দিয়ে ২৬ তারিখই ছবিটি মুক্তি দিয়েছি। তবে সারা দেশের মানুষকে ঈদের পরে ছবিটি দেখাতে চাই।’

ছবিটি সারা দেশে মুক্তির পরিকল্পনা জানিয়ে নির্মাতা কাজী হায়াৎ বলেন- ‘আমরা ২৪ অথবা ৩১ অক্টোবর সারা দেশের ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। এখন তার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

ইয়াবার নেশায় আক্রান্ত ঐশির ঘটনাকে অবলম্বন করে এ ছবিটি নির্মাণ করেছেন কাজী হায়াৎ। এতে কাজী মারুফ অভিনয় করেছেন ডিবি অফিসারের চরিত্রে। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। এ ছবিটিতে আরো অভিনয় করেছেন নবাগত মেহমুদ, তমা, আশরাফ, ইমরুল, হাবিব খান ও কাজী হায়াৎ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top