সকল মেনু

মুশফিকের ভবিষ্যৎ ইনিংস শুরু

  ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। বৃহস্পতিবার রাতে মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডির বিয়ে হয়েছে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে। ২২ গজের ক্রিজে বহু বোলারদের পিটিয়েছেন মুশফিকুর রহিম।  বহু ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। অধিনায়কত্বের দায়িত্ব পাবার পরও বেশ ভালো করেই বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম ইনিংসে বেশ সফল মুশফিক। আর মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন টাইগার দলপতি। বিয়ের অনুষ্ঠান অনেকটা ঘরোয়া পরিবেশেই হয়েছে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে পরে। তবে মুশফিকের বিয়ে নিয়ে মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলা হয়। বুধবার গায়েহলুদের রাতে মুশফিকের পরিবার থেকে জানানো হয় অফিসার্স ক্লাবে বিয়ের অনুষ্ঠান হবে। একাধিক গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে। কিন্তু বৃহস্পতিবার রাতে জানা যায় অফিসার্স ক্লাবে নয় লেডিস ক্লাবে মুশফিক-মন্ডির বিয়ের অনুষ্ঠান হচ্ছে।

গায়েহলুদের অনুষ্ঠানের মতো বিয়ের অনুষ্ঠানেও মিডিয়াকর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। লেডিস ক্লাবের বাইরে মিডিয়াকর্মীরা মুশফিক-মন্ডির জন্যে অপেক্ষা করতে থাকে। রাত সাড়ে আটটার পর সাদা হিউন্দাই সোনাটা গাড়ীতে চড়ে লেডিস ক্লাবে আসেন মন্ডি। তাকে বরণ করে নেন তাঁর দুলাভাই মাহমুদুল্লাহ রিয়াদ। মন্ডি পৌঁছার কিছুক্ষণ পরই অনুষ্ঠানস্থলে আসেন মুশফিক। জাতীয় দলের ক্রিকেটাররা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স শেষ করেছেন। আর জান্নাতুল কিফায়াত বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন।

২৭ সেপ্টেম্বর আর্মি গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে মুশফিকের পরিবার। ঈদের পর মুশফিকের গ্রামের বাড়ি বগুড়ায় আরো একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

মন্ডি হলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। গত বছর মাহমুদুল্লাহ রিয়াদের একটি পারিবারিক অনুষ্ঠানে মুশফিক ও মন্ডির পরিচয় হয়। এরপর হৃদয়ের লেনাদেনা। অবশেষ বৃহস্পতিবার রাতে সংসারের জুটি বাঁধলেন মুশফিক-মন্ডি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top