সকল মেনু

দুস্থ মহিলার মধ্যে মুরগী,ছাতা ও গাছের চারা বিতরণ

 এসএস মিঠু ,জয়পুরহাট : বৃহস্পতিবার জয়পুরহাটে দুস্থ ও হতদরিদ্র ৫১জন মহিলার মধ্যে আত্মকর্ম সংস্থান মূলক  ৩দিনের বিভিন্ন প্রশিক্ষণ শেষে  চারটি করে মুরগী, একটি গাছের চারা ও একটি ছাতা বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবি বেসরকারি সংগঠন  উপমা সমাজ উন্নয়ন সংস্থা (উপমা) । দুপুরে জয়পুরহাট চিনিকলের খামার বাড়ির অদূরে নিশির মোড়ে  উপমা সমাজ উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ইতি। সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু একাডেমীর পরিচারক উমা রাণী দাস ও সাংবাদিক- প্রভাষক শাহজাহান সিরাজ মিঠু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top