সকল মেনু

জয়পুরহাটে ভারি বর্ষণে ১২শ’ পুকুরের ভেসে গেছে ৩কোটি টাকার মাছ

  এসএস মিঠু ,জয়পুরহাট  : গত দুদিনের টানা অতিবর্ষণে জয়পুরহাট শহরের বিভিন্ন মহল্লা ও রাস্তাঘাটে ওঠা পানি  আজ সকালে নেমে গেলেও এখন পর্যন্ত জেলার  নিন্মাঞ্চলের বিস্তৃর্ন এলাকার ফসলের ক্ষেত রয়েছে পানির নিচে। ব্যাপক ফসল হানির আশঙ্কা দেখা দিয়েছে । ভারি ও মাঝারি আকারের এই অবিরাম বৃষ্টিপাতে জেলার ছোট বড় ১২শতাধিক পুকুর ও জলাশয় তলিয়ে যাওয়ায়  আনুমানিক  ৩কোটি টাকার মাছ ভেসে গেছে।  জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে,গত দুদিনে (রোববার ও সোমবার) জয়পুরহাট  জেলায় মোট ১৯০মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আকস্মিক এ বৃষ্টিপাতে জেলার  ৫টি উপজেলার ৭৪২হেক্টর ক্ষেতের রোপা আমন  ও ১০০ হেক্টর ক্ষেতের শাক-সবজি এখনও রয়েছে পানির নিচে।ফলে এ সব ক্ষেতের ফসল বিনষ্ট হবার আশঙ্কায় চরম র্দুভানায় পড়েছেন সংশ্লিøষ্ট কৃষকরা ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top