সকল মেনু

কুড়িগ্রামে মাদ্রক দ্রব্য রাখার অপরাধে ৫ জন আটক

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভোর ৫ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রত অধিদপ্তর, কুড়িগ্রাম সার্কেলের উপ-পরিদর্শক, মোঃ জসীম উদ্দিন এর দেয়া তথ্য মতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর এর নেতৃত্বে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৬২ বোতল, গাঁজা ০৩কেজি, ভারতীয় ৫০ঁঢ় মদ ০৫ বোতল উদ্ধার ও জব্দ করেন এবং ০৫ জন আসামীকে ধৃত করেন। গাঁজা রাখার অপরাধে ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামস্থ মোঃ আবু তালেব, পিতা- আনসার ও মোছাঃ রোসনা, স্বামী-মোঃ তালেবকে ০৬ মাস এবং নাওডাঙ্গা ইউনিয়নেরর নাওডাঙ্গা গ্রামস্থ মোঃ আবু সাঈদ, পিতা-মৃত আবুল হোসেনকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০০/- টাকা অর্থ দন্ড প্রদান করেন। মদ রাখার অপরাধে নাগেশ্বরী উপজেলার ভেন্ডিটারী গ্রামস্থ মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা-মোঃ আফসার আলীকে ০৭ মাস এবং ফুলবাড়ী উপজেলা পূর্ব ফুলমতি গ্রামস্থ শ্রী পরিমল চন্দ বর্ম্মন, পিতা-শ্রী নরেন চন্দ্র বর্ম্মনকে ০২ বছর কারাদন্ড প্রদান করেন। ফেন্সিডিল রাখার দায়ে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, কুড়িগ্রাম সার্কেল উপ-পরিদর্শককে নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top