সকল মেনু

ডায়ানার পোশাক ফের নিলামে

  ডেস্ক রিপোর্ট : জীবিত থাকা অবস্থায় নিজের ব্যবহৃত পোশাকগুলো ১৯৯৭ সালে নিলামে তুলেছিলেন প্রিন্সেস ডায়ানা। ১৭ বছর পরে ব্রিটেনের প্রয়াত রাজবধু ডায়ানার ব্যবহৃত সেই পোশাকগুলো ফের নিলামে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন আগামী ৫ ডিসেম্বর পোশাকগুলো নিলামে তুলবে। পোশাকগুলোর মধ্যে ডায়ানার ব্যক্তিগত ডিজাইনার ও ঘনিষ্ট বন্ধু ক্যাথেরিন ওয়াকারের ডিজাইন করা পোশাকও রয়েছে। ওই পোশাকটির জন্য ৬০ হাজার থেকে এক লাখ ডলার মূল্য হাঁকা হতে পারে। নিলামে জান্দ্রা রোডসের ডিজাইন করা একটি জামাও তোলা হবে। ১৯৮৭ সালে রাজবধু সেটি পড়েছিলেন। মাত্র ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার এক মাস আগে এই পোশাকগুলো নিলামে তুলেছিলেন প্রিন্সেস ডায়ানা। একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য সেগুলো নিলামে উঠিয়েছিলেন তিনি। বেভারলি হিলের ওই নিলামে ডায়ানা ছাড়াও উইলিয়াম-কেট দম্পত্তি ও রানি দ্বিতীয় এলিজাবেথের কিছু অমূল্য দ্রব্য বিক্রয়ের জন্য নিলামে তোলা হবে।

তথ্যসূত্র :  আলজাজিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top