সকল মেনু

টিভি চ্যানেলগুলোকে মুক্তিযুদ্ধের অনুষ্ঠান সম্প্রচারের তাগিদ

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বেসরকারি টিভি চ্যানেলগুলোকে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান বেশি-বেশি সম্প্রচারের তাগিদ দিয়েছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে অন্য অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রেও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বাঙালি আদর্শ ও চেতনার বাস্তবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ তাগিদ ও পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল এবং তারানা হালিম অংশ নেন। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঞা, বাসসের এমডি আবুল কালাম আজাদ, ডিএফপির মহাপরিচালক মো. লিয়াকত আলী খান এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানী বৃদ্ধি ও বেতারে অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরি স্থায়ীকরণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশ বেতার শিল্পীদের যে সম্মানী দেয় তা দিয়ে যাতায়াত খরচও হয়না। সেকেলে সম্মানী স্ট্রাকচার পরিবর্তন করে সময়োপযোগী করা প্রয়োজন। আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে একটি সাব-কমিটি গঠণ করে দিয়েছে। তারানা হালিমকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই সাব-কমিটির অন্য সদস্যরা হলেন,  মৃণাল কান্তি দাস ও সাইমুম সরওয়ার কমল। এছাড়া বৈঠকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো ও সমন্বিত ব্যবস্থার আওতায় নিয়ে আসা ও এই সেক্টরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top