সকল মেনু

‘অর্থনীতির আকাশে কালো মেঘ’

 অর্থনৈতিক প্রতিবেদক : দেশের অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। সোমবার রাজধানীর অফিসার্স্ ক্লাবে জাতীয় আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কর আদায়ের জন্য সুস্থ্য ও সুন্দর পরিবেশ তৈরি করাটা জরুরি। দীর্ঘ আট মাস অর্থনীতির চাকা ভালোভাবে ঘুরলেও এখন আবার অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। তাই ইতিবাচক পরিবেশ তৈরিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’  মান্নান বলেন, ‘সার্বিক পরিবেশের ওপর কর আদায় নির্ভর করে। জাতি হিসেবে সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে পারি না। মাঝে মধ্যে বাধার সৃষ্টি হয়। তাই আমাদের উচিত নেতিবাচক পরিবেশ যারা তৈরি করে, তাদের বাধা দেওয়া।’ এদিকে, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) ও মেলার সমাপনীর অনুষ্ঠানের সভাপতি মো. বশির উদ্দিন বলেন, ‘কর আদায় নয়, করদাতাদের সেবা দেওয়াই ছিল আয়কর মেলার মূল লক্ষ্য। প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১৫০০ কোটি টাকা। আমরা সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। আগামী আয়কর মেলায় আরো বিশাল লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করব।’ আগামী ২০১৫ সালে ডিজিটাল আয়কর মেলা আয়োজনের ঘোষনা দেন অর্থ প্রতিমন্ত্রী। এদিকে, সাত দিনের আয়কর মেলায় সারাদেশে ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের আয়কর মেলার তুলনায় ৪৯ দশমিক ৯৮ শতাংশ বেশি। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৩০৯ টি। যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ১০ শতাংশ বেশি।  আয়কর মেলায় নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৯০৭ জন, আগের বছরের আয়কর মেলার তুলনায় ২৩ দশমিক ০৪ ভাগ বেশি। অন্যদিকে ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ১০ হাজার ৮৩৮ জন। পুরো মেলায় সেবা দেওয়া হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে। যা গত মেলার তুলনায় ২৭ দশমিক ২৫ শতাংশ বেশি। শেষ দিনে ঢাকাসহ সাতটি বিভাগীয় শহর এবং অপর ৬টি জেলা শহরসহ মোট ১৩ টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top