সকল মেনু

চাঁদপুর সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রু‘প নির্ণয় কার্যক্রম

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আলোচিত চাঁদপুর নামে সামাজিক সাংগঠনিক বিনামূল্যে রক্তের গ্রু‘প নির্ণয় কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল ১০টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি পালন করা হয়। রক্তের গ্রু‘প নির্ণয় অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুরের প্রবীণ চিকিৎসক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।  আলোচিত চাঁদপুরের সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে   যুগ্ম সম্পাদক এইচ এম জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক রূপক, সাধারণ সম্পাদক এমআরএম শোভন মিয়াজীসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত  চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় দুই শতাধিকের ঊর্ধ্বে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্র“প নির্ণয়ে কার্যক্রম তদারকি করেন আলোচিত চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী ও অহিদুর রহমান পাঠান, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সোলায়মান, সঞ্জয় সাহা, প্রবীর চন্দ্র দেবনাথ অপু, সালমা আক্তার, শওকত হোসেন দীপু, শহিদুল ইসলাম টুটুল, এমকে শিহাব, জিএম মোস্তাাফিজুর রহমান, শাহজালাল লিটন, মোঃ রেজাউল হক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top