সকল মেনু

হরতাল নামমাত্র

  নিজস্ব প্রতিবেদক : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দফা রোববার সকাল ৬টায় শুরু হয়েছে। কিন্তু সকালে নগরীর রাস্তাঘাটের চিত্র দেখে মনে হচ্ছে এই হরতাল শুধু নামেমাত্র, কাজে নয়। রোববার সকালে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বর, পূরবী ও শ্যামলী ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। হরতালে নগরীর রাস্তাঘাটে যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে। প্রথম দফার হরতালে যতটা উত্তাপ পাওয়া গিয়েছে, রোববার তার কিছুই পাওয়া যাচ্ছে না। দুর্ভোগে পড়ছে না নগরীর ছাত্রছাত্রীরা। স্কুলে যাওয়ার জন্য সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তাদের। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়ায় যাত্রীসংখ্যা কম হলেও হরতালের প্রভাব সেভাবে দেখা যায়নি। তবে ঢাকা থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আইরিন হটনিউজ২৪বিডি.কমকে বলেন, ‘হরতালের কারণে আজ একটু সকাল সকাল বের হয়েছি। কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে একটু দেরিতে বের হলেও কোনো সমস্যা ছিল না। প্রথম দিনের হরতালে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় আজ কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।’ তিনি আরো বলেন, ‘গত বৃহস্পতিবারের হরতালে খুব সমস্যায় পড়েছিলাম। আজকেও জামায়াতের হরতাল, তাই সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে কখন কী হয়। তাই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে বের হতে হয়েছে।’

হরতাল বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কেউই এই হরতাল চাই না। তাই সরকারের কাছে অনুরোধ করে বলছি, সমঝোতা করে বা যেকোনো উপায়েই হোক এই হরতাল যেন আর না হয়, সেই ব্যবস্থা করুন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top