সকল মেনু

চলছে জেসিসি বৈঠক

 নয়াদিল্লি থেকে, মিঞা কান্থা: বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠক শুরু হয়।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। সূত্রে জানা গেছে, যৌথ কমিশনের বৈঠকে অনিষ্পন্ন বিষয়াদিসহ সীমান্ত হত্যাকাণ্ড কমাতে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও উন্নয়ন, আঞ্চলিক ও উপ আঞ্চলিক, জনসংযোগ ও সাংস্কৃতিক বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। হাইকমিশন সূত্রে জানা গেছে, পানি বণ্টন সংক্রান্ত বিষয়ে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির সুষম বণ্টন, যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠানের বিষয়গুলো উত্থাপন করবে বাংলাদেশ। এছাড়া বিমসটেক, সার্ক, বিসিআইএম-ইকোনমিক করিডোর প্রভৃতির আওতায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে জেসিসি বৈঠকে আলোচনা হবে। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দু’দেশের মধ্যকার সমঝোতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচিত হবে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী তার হোটেলে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন। হাইকমিশন সূত্র জানায়, বৈঠক শেষে মধ্যরাতে দিল্লি থেকে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারও সেখানে যাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top