সকল মেনু

আগামী ২৯ সেপ্টেম্বর ফুটবল লীগের মুখোমুখি আবাহনী ও বিষ্ণুদী

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রাউন সিমেন্ট জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়া চক্র ও বিষ্ণুদী ক্লাব। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দু ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ টেকনিক্যাল কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়। শুক্রবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ফুটবল উপকমিটির সভাপতি পুলিশ সুপার মোঃ আমির জাফর। তিনি তাঁর বক্তব্যে বলেন, দু দলের কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে। ফাইনাল খেলায় স্থানীয় যে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তাদের তালিকা ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৫ তারিখের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অফিসে জমা দিতে হবে। খেলার মধ্যে স্থানীয় খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো যেতে পারবে। কিন্তু বহিরাগত খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো যাবে না। খেলার মাঠে এখন অনেক দর্শকের সমাগম ঘটে। চাঁদপুরে ফুটবলের জোয়ার দিন দিন বাড়ছে। আশা করি ফাইনালে দু দল সুন্দরভাবে দল গঠন করে দর্শকদের মন জয় করে তুলবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি শাহিদুর রহমান চৌধুরী, বিষ্ণুদী ক্লাবের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, সাধারণ সম্পাদক হাজী শাহ মোঃ জাহাঙ্গীর, আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিক, টেকনিক্যাল কমিটির সদস্য ওমর পাটওয়ারী, দেবেন্দ্র সাহা দেবু, রেফারী সমিতির কর্মকর্তা মাসুমসহ স্থানীয় পত্রিকার সংবাদকর্মীগণ।  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রাউন সিমেন্ট ফুটবল লীগে অংশ নিয়েছিলো ১০টি দল। দলগুলো হলো : আবাহনী ক্রীড়া চক্র, বিষ্ণুদী ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব, নতুনবাজার ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, পশ্চিম শ্রীরামদী ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, নাজিরপাড়া ক্রীড়া চক্র, চাঁদপুর ক্রিকেট একাডেমী ও ভাই ভাই ক্লাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top