সকল মেনু

নড়াইলের ইচাখালি চর থেকে লাশ উদ্ধার

 নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইচাখালি চর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, লাশটি পচে বিকৃত হয়ে গেছে। আলামত হিসেবে থ্রি-কোয়ার্টার প্যান্ট, বেল্ট ও ২২ টাকা উদ্ধার করা হয়েছে। লাশটির ময়নাতদন্ত শেষ হয়েছে এবং পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।  বিপ্লব কুমার আরো জানান, লাশটি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সৈয়দ আবু সাঈদের ছেলে রিফাতের বলে তার পরিবার দাবি করেছে। আলামত দেখে লাশটি রিফাতের বলে তার বাবা-মা নিশ্চিত হয়েছেন। লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র রিফাত গত ৬ সেপ্টেম্বর (শনিবার) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় প্রতিবেশি সৈয়দ তাহেরুল ইসলামের ছেলে সোহাগকে (২০) আটক করে পুলিশ। সোহাগ রিফাতকে হত্যা কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী দিয়েছে। সোহাগ জানায়, ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রিফাতকে হত্যার পর তার পায়ে ইট বেঁধে মধুমতি নদীতে ফেলে দেয়। পুলিশ ও রিফাতের পরিবার মধুমতি নদীতে অনেক খোঁজাখুজি করেও তার (রিফাত) লাশ পায়নি। সোহাগ জানায়, রিফাতের মোবাইল ফোন চুরি ঘটনায় তাকে (সোহাগ) দায়ী করায় ক্ষিপ্ত হয়ে রিফাতকে হত্যা করা হয়। এদিকে, লাশটি আজ দুপুরে রিফাতের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top