সকল মেনু

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ প্রদান

 এসএস মিঠু ,জয়পুরহাট : জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোকাররম হোসেন(৩৪)কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।  মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান তার আদালতে এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত মোকাররম হোসেন জয়পুরহাট সদর উপজেলার সোটাহার-ধারকী গ্রামের আফজাল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯সালের ২৮এপ্রিল সোটাহার-ধারকী গ্রামের মোকাররম হোসেন তার নিজ বাড়িতে স্ত্রী রুলিয়া বেগমকে যৌতুকের দাবীতে বেদম মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার পর রুলিয়া বেগমের চাচা ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর গ্রামের এনামুল হক বাদী হয়ে রুলিয়া বেগমের স্বামী ও শ্বশুরকে আসামী করে ওই দিনই জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার দুপুরে এ মামলায় তার স্বামী মোকাররম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ এবং তার শ্বশুরকে বেকশুর খালাস প্রদান করে সংশ্লিষ্ট আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top