সকল মেনু

মেসির জানা-অজানা ৫০ রেকর্ড

  ক্রীড়া ডেস্ক : বয়স ২৭ বছর।  এ বয়সেই অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। দিনকে দিন নিজের ঝুলিতে রেকর্ডের সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন তিনি। বর্তমানে একটি মাইলফলকের সামনে দাড়িয়ে আছেন। ৪০০ গোলদাতার তালিকায় নাম লেখাতে তার প্রয়োজন আর মাত্র ২টি গোল। এটি অবশ্য মেসির জন্য সময়ের ব্যাপার। তিনি যেসব রেকর্ড গড়েছেন তার মধ্যে জানা-অজানা  ৫০টি রেকর্ড একনজরে দেখে নেওয়া যাক:

১.    লিওনেল মেসি বার্সেলোনার প্রথম খেলোয়াড় যিনি এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ ২১ টা গোল করেন ।

২.     ১১ বছরের মধ্যে মেসিই আর্জেন্টিনার প্রথম প্লেয়ার যিনি টানা ৬ ম্যাচে গোল করেন।

৩.    চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যিনি ১৬ টি ম্যাচে ২ টা করে গোল করেছেন।

৪.     লিওনেল মেসি ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি টানা ৪ বার ‘ওনজে ডি’অর এওয়ার্ড’ জিতেছেন।

৫.    লিওনেল মেসিই প্রথম যিনি স্প্যানিশ ফুটবলের ইতিহাসে  টানা ৪ মৌসুমে ৩০টির বেশি গোল করেন।

৬.     লিওনেল মেসি ৫২ বছরে প্রথম খেলোয়াড় যিনি লা লিগায় ৩ টি ম্যাচে ৪ টা করে গোল দিয়েছেন।

৭.    লা লিগা ইতিহাসে অষ্টম প্লেয়ার যিনি ২০০টির বেশি গোল করেন।

৮.    লিওনেল মেসি নিজের করা ১৮ অ্যাওয়ে গোলের রেকর্ড ভেঙ্গে  করেছেন ২২ গোল (১ মৌসুম)।

৯.     চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে ৪ টা হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড় তিনি।

১০.    লিওনেল মেসিই একমাত্র প্লেয়ার যিনি ৪ বার ইউরোপিয়ান টপ স্কোরারের অ্যাওয়ার্ড জিতেছেন।

১১.    তিনিই একমাত্র ফুটবলার যিনি লা লিগার ইতিহাসে এক মৌসুমে লিগের ১৯ টি দলের বিপক্ষে গোল করতে সক্ষম হন।

১২.    চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ৫ গোল করা একমাত্র খেলোয়াড়।

১৩.    লিওনেল মেসি বিংশ শতাব্দীর একমাত্র প্লেয়ার যিনি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ৬৭টি গোল করেন ।

১৪.    ফুটবল ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি টানা ১৭ টা ম্যাচে গোল করেন ।

১৫.    লিওনেল মেসি একমাত্র ফুটবলার যিনি এল ক্লাসিকোতে ২১টি গোল করেন ।

১৬.    লিওনেল মেসি একমাত্র বিদেশী ফুটবলার যিনি ২৮টি এল- ক্লাসিকো খেলেছেন।

১৭.    লিওনেল মেসি স্প্যানিশ ফুটবলে একমাত্র ব্যক্তি যিনি একটি ক্লাবের হয়ে ৩৪২ টা গোল করেছেন ।

১৮.    লিওনেল মেসি একমাত্র বার্সা প্লেয়ার যিনি ক্যাম্প ন্যু’র বাইরে এক মৌসুমে ২৯ টি গোল করেন।

১৯.    লিওনেল মেসি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় ১৯টি হ্যাটট্রিক করেছেন।

২০.    লিওনেল মেসি একমাত্র ফুটবলার যিনি ২৫ বছর ২১৭ দিনে লা লিগার ইতিহাসে ২০০ গোল করেন।

২১.    স্প্যানিশ ফুটবলে তিনিই টানা ৫ মৌসুমে ৪০ টির বেশি গোল করেছেন।

২২.    তিনিই একমাত্র ফুটবলার যিনি স্প্যানিশ কোপা দেল রে’তে ১০ গোল করেছেন।

২৩.    ইউরোপিয়ান কাপে ৪ বার  সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন।

২৪.    আন্তর্জাতিক ও ক্লাবে এক বছরে ২৫ গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি।

২৫.    এক বছরে সর্বোচ গোলদাতার (৯১) রেকর্ড এখন মেসির দখলেই।

২৬.    বার্সেলোনার ইতিহাসে তৃতীয় প্লেয়ার হিসেবে লা লিগায় টানা ১৩টির বেশি পেনাল্টিতে গোল আদায় করে নিয়েছেন।

২৭.    লিওনেল মেসি একমাত্র বার্সা খেলোয়াড় যিনি মালাগার বিপক্ষে ১০টি গোল করেছেন।

২৮.    ফুটবল ইতিহাসে টানা ৪ বার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন তিনি।

২৯.    লিওনেল মেসি লা লিগার ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি এক মৌসুমে ৮ টা হ্যাটট্রিক করেছেন।

৩০.    ফুটবল ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩ বার ‘ওয়ার্ল্ড সকার প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন।

৩১.    লা লিগার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় যিনি লা লিগায় ৮৯টির বেশি অ্যাওয়ে গোল করেন।

৩২.    লিওনেল মেসি ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি ক্লাব ফুটবলে এক বছরে ৭৯টি গোল করেছেন।

৩৩.    বার্সেলোনার ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে লিগে ২৪২টি গোল করেছেন।

৩৪.    লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি লা লিগায় এক মৌসুমে টানা ১৪ ম্যাচে ২১ গোল করেন।

৩৫.    মিশেল প্লাতিনির পর মেসিই প্রথম ফুটবলার যিনি ফুটবল ইতিহাসে পর পর তিনবার  ‘ওনজে ডি’অর অ্যাওয়ার্ড’ জিতেছেন।

৩৬.    লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি ক্যাম্প নু তে ১০০ গোল করেছেন।

৩৭.    লিওনেল মেসি বার্সেলোনার একমাত্র ফুটবলার যিনি ক্যাম্প ন্যু’তে রিয়ালের বিপক্ষে সর্বোচ্চ ৭টা গোল করেন।

৩৮.    লিওনেল মেসি একমাত্র ফুটবলার যিনি এল ক্লাসিকোর ইতিহাসে ৩৩ টি গোল করিয়েছেন।

৩৯.    ৪৩ বছরের ইতিহাসে লিওনেল মেসিই প্রথম বার্সা প্লেয়ার যিনি লা লিগার প্রথম ম্যাচেই প্রথম বিশ মিনিটে ২ গোল করেন।

৪০.    ফুটবল ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি টানা ২১ ম্যাচে মোট ৩৩ গোল করেন।

৪১.    লা লিগার ইতিহাসে ৫৯ বছরের মধ্যে প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে প্রথম ৪ ম্যাচেই ৩টিতে ২ টি করে গোল করেন।

৪২.    বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের রাউন্ডের ৫ম প্লেয়ার যিনি কম বয়সে ( ২৫ বছর ১১০দিন ) ৯ গোল করেন।

৪৩.    লিওনেল মেসি একমাত্র আর্জেন্টাইন প্লেয়ার যিনি এক বছরে ১২টির বেশি গোল করেছেন । ২০১২ সালে এই কীর্তি গড়েন তিনি।

৪৪.    লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি দেশের হয়ে এক বছরে ১২ টি গোল করেছেন ।

৪৫.    ৫৯ গোল করে নিজের গড়া এক বছরে ক্লাবের হয়ে ৫৮ গোলের রেকর্ড ভাঙ্গেন মেসি।

৪৬.    লিওনেল মেসি লা লিগার ইতিহাসে সর্বোচ্চ অ্যাওয়ে গোলদাতা (১০৭টি)।

৪৭.    লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি লা লিগায় প্রতিপক্ষের মাঠে ৫টি হ্যাটট্রিক করেন।

৪৮.    চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ২৫টির বেশি অ্যাওয়ে গোল করেন লিওনেল মেসি।

৪৯.    লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি ২১ টি ভিন্ন শহরে গোল করেন।

৫০.    লিওনেল মেসি ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি টানা ৭ বার ফিফা ‘ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড’-এর সেরা তিনে ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top