সকল মেনু

কুড়িগ্রামে জাতীয় পার্টির বিক্ষোভ ধাওয়া, পাল্টা-ধাওয়া

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা জাতীয় পাটির আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষনা করায় দুটি গ্র“প বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  রোববার দুপুরে বিরোধী দলীয় চীপ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন একটি গ্র“প জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামন থেকে জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় নতুন ঘোষিত কমিটির সদস্যরা ধাওয়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন জেলা কমিটির সদস্য সচিব এস কে বাবু আহমেদজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, জেলা ছাত্রসমাজের সাধারন সম্পাদক মোঃ রাসেল কবীর সহ জেলা কমিটি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য গত বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তাজুল ইসলাম চৌধুরীকে দলের কেন্দীয় প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেয়। ঐদিনে কুড়িগ্রাম জেলা কমিটি ভেঙ্গে দিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজার রহমান কে আহবায়ক ও রেজাউল করিম রেজাকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করে। এরপর থেকেই সাবেক কমিটির সদস্যরা কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top