সকল মেনু

নেত্রকোনায় ইফতি হত্যা মামলায় গ্রেফতার ১

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র, পাশাপাশি ছাত্রলীগের নিরলস কর্মী মির্জা আজিজ আমান ইফতি হত্যা মামলায় আসলাম (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর কঠোর নিরাপত্তা বলয়ে বিকেলে নেত্রকোনা মডেল থানায় আনা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম হটনিউজটোয়েন্টিফোর কে জানান, নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র মির্জা আজিজ আমান ইফতি ৯ আগস্ট (শনিবার) দুপুরে সাতপাই এলাকার সরকারি কলেজ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহপাঠী মুহিবুল ইসলাম আকাশসহ অন্য সঙ্গীদের ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ৬ জনকে (ইফতির সহপাঠী মুহিবুল আলম আকাশ, টিপু, জিহাদ, অমি, আসলাম ও রিয়াদ) কে আসামি করে মামলা দায়ের করেন। যার মধ্যে ২২ দিনে আসলামকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে আসলামকে আদালতে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top