সকল মেনু

ফরিদপুরে চাঁদাবাজী মামলায় এনটিভির সাংবাদিক আটক

 ফরিদপুর প্রতিনিধি: চাঁদাবাজীর অভিযোগে ফরিদপুর প্রেসক্লাব থেকে আজীবন বহিস্কৃত, ফরিদপুরের বিতর্কিত এনটিভির সাংবাদিক আরিফুল ইসলাম ওরফে আরিফ ইসলামকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফকে শহরের চকবাজার এলাকা থেকে আটক করা হয়। থানা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ফরিদপুর শহরের জনৈক ব্যক্তির কাছে বিপুল পরিমান চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তাকে অপহরন করে কয়েকলাখ টাকা মুক্তিপন আদায় করে। এ ঘটনায়  কোতয়ালী থানায় একটি মামলা  নং ২১ হবার পর পুলিশ আরিফকে আটক করে। পুলিশ জানায়, সাংবাদিকতার নাম ব্যবহার করে আরিফ বিভিন্ন সময় মানুষকে বিপদে ফেলে চাঁদা আদায় করে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় বিভিন্ন সময় কমপক্ষে ৮/১০টি চাঁদাবাজী মামলা রয়েছে । এর আগে ভারতের কোলকাতা পুলিশের হাতে জাল ডলার ও নারীসহ একবার  আটক হয়েছিল সে। শুক্রবার বিকেলে রিমান্ডের আবেদন জানিয়ে আরিফকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top