সকল মেনু

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বেকারীর খাদ্য সামগ্রীতে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার ও লেবেল বিহীন খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপনন সহ বিভিন্ন অপরাধে এক বিস্কুট ফ্যাক্টরী মালিককের ৬মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়,বুধবার মধ্যরাতে বাজারের শামিম বেকারীতে এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ও মাকসুদুর রহমান। তারা ফ্যাক্টরীর খাদ্য সামগ্রীতে কাপড়ে ব্যবহৃত বিষাক্ত রং , পোড়া তেল , লেবেল বিহীন খাদ্য (তৈরী ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া) দ্রব্য উৎপাদন ও বিপনন , অপরিস্কার-অপরিচ্ছন্নতা দেখতে পান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে  মালিক শাজাহান আলী শামিম (৪৮) কে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top