সকল মেনু

নেত্রকোনায় পোনা-মাছ অবমুক্তকরণ

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় হাওড় অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী পোনা মাছ অবমুক্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়নের কলাভাঙ্গা বিলে পোনা-মাছ অবমুক্ত করেন ঢাকা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খালেকুজ্জামান। বারহাট্টা উপজেলা মৎস কর্মকর্তা দেবাশিষ ঘোষ হটনিউজটোয়েন্টিফোর কে জানান, ২,০০০০০ টাকা বাজেটের প্রেক্ষিতে পর্যায়ক্রমে একই উপজেলার সদর ইউনিয়নের মাখরা বিল ও সাওতা ইউনিয়নের আতিয়া বিলে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম চলবে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় মোট ৭৯৬ কেজি মাছের মধ্যে ৬২০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top