সকল মেনু

ভারতের বিরুদ্ধে ‘পানি-সন্ত্রাসের’ অভিযোগ হাফিজের

  কলকাতা প্রতিনিধি : ভারতের বিরুদ্ধে ‘পানি সন্ত্রাসের’ অভিযোগ তুলেছেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ মুহম্মদ সাঈদ। বন্যা-দুর্গত পাকিস্তানের  অধিকৃত কাশ্মীর সফরের পর এই বিপর্যয়ের জন্য ভারতকেই দায়ী করেন তিনি। তার দাবি, ভারত হঠাৎ করেই পানি ছাড়ায় এই অঞ্চলে বন্যা হয়েছে। লাদাখ বাঁধ প্রকল্প সম্পূর্ণ হলে ইসলামাবাদও এ বিপদের আওতায় চলে আসবে। মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম হাফিজের এ অভিযোগ গুরুত্ব সহকারে প্রচার করেছে। সাঈদ বলেন, পানি-সন্ত্রাস সীমান্তে সংঘর্ষ থেকে অনেক বড় ঘটনা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে হবে পাক সরকারকে। কাশ্মীরের বন্যাদুর্গতদের সাহায্য না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top