সকল মেনু

নেত্রকোনায় ১১ বছর পর এসিড মামলার রায়

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: এসিড দিয়ে এক ব্যক্তিকে ঝলসানোর দায়ে ১১ বছর পর দুই জনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে নেত্রকোনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল- ২ এর আদালত। একিসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পুনরায় এক বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, জেলার কেন্দুয়া উপজেলার গামরুলি গ্রামের সাইফুল এবং আব্দুর রশিদ । দুপুরে বিচারক মো: আব্দুল হামিদ এই রায় দেন। আদালত সুত্র হটনিউজটোয়েন্টিফোর কে জানায়, জমি বিরোধের জেরে ২০০৩ সালের ২১ মে গভীর রাতে গামরুলি গ্রামের আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে তার উপর এসিড ছোড়ে সাইফুল ও রশিদ । এতে ঝলসে যায় আব্দুর রাজ্জাকের শরীর।

আব্দুর রাজ্জাকের বাবা মো: ওয়াহেদ বাদি হয়ে ঘটনার পর দিন কেন্দুয়া থানায় মামলা করেন। একই বছরের ১৯ জুন দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top