সকল মেনু

ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  ডেস্ক রিপোর্ট : কট্টর সুন্নিপন্থী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের রুখতে ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল জন কিরবি বুধবার সাংবাদিকদের জানান,  ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস রক্ষায় নতুন করে ৩৫০ জন সেনা পাঠানোর অনুমিত দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাদের শিগগিরই দেশটিতে পাঠানো হবে। এ সেনা পাঠানোর পর ইরাকে মার্কিন ক’টনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮২০ জনে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে আরো মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে পাঠানোর  বিষয়টিও ওবামা প্রশাসন চিন্তা ভাবনা করছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায়  হোয়াইট হাউজ। ইরাকে সেনা পাঠানোর পাশাপাশি ড্রোন ও বিমান হামলার অব্যাহত রেখেছে দেশটি। ইরাকে সুন্নিপন্থী আইএসের হুমকি মোকাবিলায় পশ্চিমা বিভিন্ন দেশ ইরাক ও দেশটির স্বশাসিত কুর্দিবাহিনীকে সাহায্য দিয়ে আসছে।

তথ্যসূত্র : ইউএসটুডে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top