সকল মেনু

ফেনসিডিল ট্রাকসহ যশোরের দু,জন আটক

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহ কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ শহরের  মেইন বাসস্ট্যান্ডে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মিনি ট্রাকে থাকাআটককৃতরা হলো ট্রাকের ড্রাইভার যশোর জেলার ভেকুটিয়া চাঁদপুর গ্রামের মৃত হারেজ আলী ছেলে হাসান আলি (৪০) ও যশোর পালবাড়ী এলাকার হেমায়েত আলী ছেলে রবিউল ইসলাম সোহাগ (৩০)। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইমরান আলম ও এএসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে মেইন বাসস্ট্যান্ডে চেক পোস্ট বসান। এ সময় চৌগাছার পুড়াপাড়া থেকে ঝিনাইদহগামী একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্রো ঠ ১১-৭৬৮৪) তল্লাশি চালিয়ে ট্রাকের চ্যাসিজের মধ্যে বিশেষ ভাবে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ আগে থেকেই জানতে পারেন চৌগাছা পুড়াপাড়া থেকে মিনি ট্রাকে ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ খবর পেয়ে পুলিশ কালীগঞ্জ বাসষ্টান্ডে ওত পেতে বসে থাকে ট্রাকটি আটকের জন্য। এ ট্রাকটি দীর্ঘদিন এভাবে ফেনসিডিল নিয়ে ঢাকায় নিয়ে যেত। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মিনি ট্রাকটির চ্যাসিজের ওপর একটি বাক্স তৈরি করা আছে। যা নাট দিয়ে লাগানো ছিল। বাইরে থেকে এটি বোঝার কোনো উপায় ছিল না। ওই বাক্সের মধ্যে থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top