সকল মেনু

সঞ্জয়ের ‘বাজিরাও’ নিয়ে ২০০ কোটির বাজি

  বিনোদন ডেস্ক : এবারে বলিউডে তৈরি হতে যাচ্ছে ২০০ কোটি রূপি বাজেটের সিনেমা। এমনটাই ভাবছেন সঞ্জয় লীলা বানশালী। বাজিরাও ছবিটি তৈরি করা থেকে শুরু করে হলে মুক্তি দেওয়া পর্যন্ত এ অর্থ খরচ হবে। তবে এই পরিমাণ টাকা কিভাবে ঘরে আসবে এখন সেটাই দেখার বিষয়। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হিসাব বলছে ছবিটির শুধু ভারতের বাজারেই ১০০ কোটি রূপি ব্যবসা করতে হবে। এবং বাকি ১০০ কোটি উপগ্রহ সত্ত্বসহ অন্যান্য দিক থেকে তুলতে হবে। না হলে লোকসান হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সুতরাং এত টাকা লগ্নি করে ছবিটির লাভের মুখ দেখানো মোটেই সহজ নয় সঞ্জয়ের জন্য। এদিকে শোনা যাচ্ছে, ছবিটিতে বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করা কথা ছিল অজয় দেবগনের। তাকে নাকি এরই মধ্যে বাদ দিয়ে দিয়েছেন সঞ্জয়। আর এই সুপার হিট হিরোকে হঠাৎ করে বাদ দেওয়ার কারণ সম্পর্কে একটা খোড়া যুক্তি দেখিয়েছেন সঞ্জয়। তিনি বলছেন, ‘সিংহাম আর বাজিরাও-এ অজয়ের নাম একই রকম হওয়ায় দর্শক বিভ্রান্ত হতে পারে। এজন্য তিনি চরিত্রটির জন্য নতুন কাউকে খুঁজছেন। প্রসঙ্গত সিংহাম-এ অজয়ের নাম বাজিরাও সিংহাম আর  এ ছবির চরিত্রটির নাম পেশোয়া বাজিরাও। এই ব্যাখ্যা শুনে অজয় বলেছেন, ‘মোটেই এসব কিছু নয়। ২০১৫ সালের ডিসেম্বরে বাজিরাও মুক্তি পাওয়ার কথা। ততদিনে মানুষ নতুন ছবি নতুন চরিত্রের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এটা কোনো কারণই নয়।’ তবে অজয়ের মতো প্রমাণিত অভিনেতাকে বাদ দেওয়ার কারণটি তাহলে কী? অজয়ই পরিষ্কার করেছেন তা। তিনি বলেন, ‘সঞ্জয় টানা ২০০ দিন ডেট চেয়েছিলেন।’ কিন্তু টানা ২০০দিন ডেট দিতে পারেননি অজয়। সুতরাং অন্য অভিনেতার খোঁজ শুরু করেন সঞ্জয়। নেওয়া হয় রণবীর সিংকে। আর রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াংকা চোপড়া। অভিনয় শিল্পীদের কস্টিউমের জন্যও বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন পরিচালক। বাজিরাও পেশোয়ার জামানায় যে ধরণের বস্ত্র, অলংকার, বর্ম ব্যবহৃত হত সে ধরণের সবকিছু ছবিতে ব্যবহার করা হবে। সেট, লোকেশনও যতটা সম্ভব সত্যিকার মতো করার চেষ্টা হয়েছে। গুণগত এবং মানের ক্ষেত্রে কোনো কাপর্ণ্য রাখতে চান না বানশালী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top