সকল মেনু

আবাসন ব্যবসায়ী প্রতারণা মামলায় গ্রেপ্তার

 চট্টগ্রাম অফিস: প্রতারণার মামলায় চট্টগ্রাম নগরীর এক আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহবুবুল আলম নামে ওই আবাসন ব্যবসায়ী মাতৃনিবাস বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সোমবার বিকেল ৪টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডে মাতৃনিবাস বিল্ডার্স লিমিটেডের অফিস থেকে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।পাঁচলাইশ থানার এস আই রুপম কান্তি দে বাংলানিউজকে জানান, গত ২১ আগস্ট মো.হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ী মাহবুবুল আলমের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬, ৪২২ ও ৫০৬ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানামূলে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, তাকে মাতৃনিবাসের পরিচালক করার কথা বলে ২০১১ সালে মাহবুবুল আলম তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেন। কিন্তু গত তিন বছরেও তাকে ওই পদে অধিষ্ঠিত না করে প্রতারণা করেন। একইভাবে মাহবুবুল আলম এনামুল হক সওদাগর নামে একজনের সঙ্গেও প্রতারণা করেন বলে হেলাল উদ্দিন জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top