সকল মেনু

শ্রীমঙ্গল উপ-নির্বাচনে রোকেয়া পারভীন বেসরকারীভাবে নির্বাচিত

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার সংরক্ষিত আসনের ৪, ৫, ও ৬নং ওয়ার্ড এর উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন শান্তিপুর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উপ-নির্বাচনে বেগম রোকেয়া পারভীন কলস প্রতীক নিয়ে ১৩৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী সাবেক মহিলা কাউন্সিলর বেগম লুৎফুন্ন নাহার চৌধুরী পেয়েছেন ১০১৬ ভোট। ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮৬৬ জন ও মহিলা ভোটার ২৭৬৯ জন। তিনটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। ২৪১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।উল্লেখ্য, গত চতুর্থ পর্যায়ের চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হেলেনা চৌধুরী। তিনি শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত আসনের ৪,৫, ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) ও নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা ১৩ জুলাই এই সংরক্ষিত আসনটি শুন্য ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top