সকল মেনু

পঁচাত্তরের পর সেনাবাহিনীতে ১৯টি অভ্যুত্থান হয়েছে : প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে।’ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দলীয় প্রচার ও প্রকাশনা সেলের উদ্যোগে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব : রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। পঁচাত্তরের পর সেনাবাহিনীতে ১৯টি অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য কাজ করব। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন করব। স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কেউ ভলো বোঝে  না। কারণ, আমি একদিনেই পরিবারের সবাইকে হারিয়েছিলাম। আমি হয়তো কারো স্বজনকে ফিরিয়ে দিতে পারব না। তবে তাদের সান্ত্বনা দিতে পারব। আমরা আর এ ঘটনার মুখোমুখি হতে চাই না।’ তিনি আরো বলেন, ‘আমার ক্ষমতার মোহ নাই। আর ক্ষমতা ভোগ-বিলাসের বিষয় না। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, এটাই আমার লক্ষ্য।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top