সকল মেনু

রেলের ইতিহাসে আবারো নতুন দিগন্তের উন্মোচন-রেলপথমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : দীর্র্ঘ ১৬ বছর পর আজ ২০ আগস্ট বুধবার ফরিদপুর রেলওয়ে ষ্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে ফরিদপুর-পাঁচুরিয়া রেলপথে চালু হয়েছে ট্রেন চলাচল। ফরিদপুর-পাঁচুরিয়া রেলপথ পুনরায় চালু হওয়ায় পূরণ হলো ফরিদপুর জেলার মানুষের লালিত স্বপ্ন। রেলপথটি চালু হওয়ায় বৃহত্তর ফরিদপুর-রাজবাড়ীর মধ্যে কৃষিপণ্য আমদানি থেকে শুরু করে ওই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্তের দ্বার আবার উন্মোচিত হলো। এ উপলক্ষে ২০ আগস্ট বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর রেলওয়ে স্টেশন মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি। অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিগত দিনে বাংলাদেশ রেলওয়েকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। যার ফলে বিগত সরকারের অমলে রেল কে ধ্বংস করে দেয়া হয়েছে। এতে রেললাইন সম্প্রসারণের বদলে সংকুচিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে রেলপথে ব্যাপক উন্নয়ন করে আজ বাংলাদেশে রেলকে একটি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হিসেবে পরিণত করেছে। এসময় বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নের জন্য বাস্তব সম্মত বিভিন্ন  পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন এবং তাঁর নির্দেশনায় রেল লেইন সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। ফরিদপুর-পাঁচুরিয়া রুটে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে রেলের ইতিহাসে আরো একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। রেলের সম্পদ রক্ষায় দায়িত্ব সকলের তাই সকলকে সরকারী সম্পদ রেলকে দেখে রাখার জন্য নিদের্শ দেন। রেলপথ মন্ত্রনালয়ের সচিব আবুল কালাম আজাদেও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার লাভলী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, রাজবাড়ী জেলা প্রশাসক রর্ফিকুল ইসলাম, ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top