সকল মেনু

কুড়িগ্রামে জাতীয় শোক দিবসের অবমাননা!

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কম্পানীর সার্ভিস সেন্টারের দ্বায়িত্বরত রিজিওনাল কো-অর্ডিনেটর কর্তৃক জাতীয় শোক দিবসের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৫ইং আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে সরকার ঘোষিত জাতীয় শোক দিবস অনুযায়ী গোটা বাংলাদেশের সরকারী,আধা সরকারী,বেসরকারী ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা থাকলেও কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ পুবালী ব্যাংক সংলগ্ন ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কম্পানি লিমিটেডের সার্ভিস সেন্টার তা প্রতিপালন করা হয়নি। জাতীয় শোক দিবস প্রতিপালনের দিনে ১৫ই আগষ্ট  দুপুর বেলা জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী বিষটি অবলকন করে বিষয়টি সম্পর্কে মোবাইলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মোত্তালেবকে অবহিত করে। পরে বিকেলের দিকে ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক আব্দুল মোত্তালেব মোবাইল যোগে ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কম্পানীর উক্ত অফিসের প্রগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মান্নানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এটা তেমন কোন বিষয় নয় বলে তাকে প্রতিক্রীয়া ব্যক্ত করেন। সেই সাথে আব্দুল মান্নান বলেন,আপনারা আসলে বঙ্গবন্ধুকে নিয়ে বেশি টানা হাচড়া করেন। একটা মৃত লোককে নিয়ে এতটা বাড়াবাড়ি ঠিক নয়। এর পরপরই ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোত্তালেব স্থানীয় কয়েকজন দলীয় নেতা কর্মী ও সাংবাদিককে নিয়ে উক্ত অফিসের সামনে গিয়ে স্বচক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত না করার বিষয়টি প্রত্যক্ষ করেন। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোত্তালেব ও দলীয় অন্যান্য নেতা কর্মীরা গভীর অসন্তোষ প্রকাশ করে এ প্রতিনিধিকে জানান,বঙ্গবন্ধুর অবমাননাকারী তথা জাতীয় শোকদিবসের অবমাননাকরী এই আব্দুল মান্নানের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। তা হলে ভবিষ্যতে কেও জাতীর জনক বঙ্গবন্ধুর অবমাননা বা জাতীয় শোক দিবসের অবমাননা করা সাহস দেখানোর মত গর্হিত কাজ করবে না। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top