সকল মেনু

বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপরে

 বগুড় বগুড়া অফিস: বগুড়ার সারিয়কান্দীতে যমুনার পানি অস্বাভাবিক বৃদ্ধি থাকায় বন্যা ও ভাঙ্গন পরিস্থিতির অবনতি হয়েছে। পানির তীব্র স্রোতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ নাজুক অবস্থায় পৌঁছেছে। যে কোন মুহুর্তে এটি স¤পূর্ণ ভেঙ্গে যেতে পারে। বন্যায় উপজেলার চরবেষ্টিত ৪টি ইউনিয়ন সহ বাঁধ সংল্গন ৩টি ইউনিয়ন সহ মোট ৭টি ইউনিয়নের অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের মতো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার চন্দনবাইশা ও কামালপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধে কয়েক দফা ধসের পর ৪/৫টি পয়েন্টে বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় এটি স¤পূর্ণ ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় খাবার পানি, গো খাদ্য ও জ্বালানী সংকট দেখা দিয়েছে। লোকজন বাড়ি ঘর ছেড়ে রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। চর এলাকা গুলোতে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যর্তদের জন্য ত্রান সাহায্য বরাদ্দের ব্যবস্থা নেয়া হয়েছে। এগুলো পৌঁঁছলে দ্রত বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top