সকল মেনু

গার্মেন্টে উন্নত প্রযুক্তির অগ্নি-নির্বাপক যন্ত্র সরবরাহ করতে চায় নেদারল্যান্ড

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির অগ্নি-নির্বাপক যন্ত্র সরবরাহ করতে চায় নেদারল্যান্ডভিত্তিক কোম্পানি ন্যানো গ্রিন ওয়ার্ল্ড। শনিবার তৈরি পোশাক কারখানায় মালিকদের সংগঠন বিজিএমইএ-তে এক সেমিনারে এসব কথা জানান ন্যানো গ্রিন ওয়ার্ল্ডের প্রতিনিধিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জং।

সেমিনারে ন্যানো গ্রিন ওয়ার্ল্ড এর সিইও ইড্ডি হর্সম্যান জানান, আমরা যে যন্ত্রটি নিয়ে আলোচনা করছি, কারখানায় আগুন লাগলে তা দিয়ে আগুন ছড়িয়ে পরার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হবে। এর দামও যাতে সবার নাগালের মধ্যে থাকে সে বিষয়ে খেয়াল রাখা হবে।

এ সময় বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, দেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তার কথা চিন্তা করে নেদারল্যান্ডের কোম্পানির এ ধরনের একটি যন্ত্র তৈরি করায় আমরা সত্যিই আনন্দিত।

এ সময় তিনি যন্ত্রটির দাম এমনভাবে নির্ধারণ করার অনুরোধ জানানয় যাতে ছোট বড় সব কারখানাই এ সুবিধা পেতে পারে।

দুপুর সাড়ে তিনটায় শুরু হওয়া সেমিনারটি বিকাল সাড়ে সোয়া পাঁচটায় শেষ হয়।

সেমিনারে বিজিএমইএ এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ এর দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম, সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top